ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দলে নেই দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। ছুটিতে আছে লিটন দাসও। এ অবস্থায় তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ মুখােমুখি শ্রীলঙ্কার। শুক্রবার বেলা তিনটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল।
এই লড়াইয়ের আগে কলম্বোতে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এই মুহূর্তে লক্ষ্য হলো প্রথম সেশনটি ভালো করে শুরু করা। আমি সব সময় বলি যে স্টার্টিং লাইনের আগে যদি ফিনিশিং লাইন দেখা শুরু করি তাহলে সেটি একটি সমস্যা। আমাদের একটি ভালো শুরু করতে হবে, সেটি বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি না কেন। অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে ম্যাচটি জেতার। আমরা এক ধাপ করে এগোতে চাই। অনেক দূর যেতে চাই আমরা।’
এটা সবারই জানা-ঘরের মাঠে শ্রীলঙ্কা ভয়ঙ্কর এক প্রতিপক্ষ। চন্ডিকা হাথুরুসিংহের দল এবারও ফেভারিট হয়েই নামছে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় কলম্বোর পি সারা স্টেডিয়ামে কঠিনই পরীক্ষা দিতে হবে তামিম ইকবালদের।
এ পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ৪৫বার। বার জিতেছে টিম টাইগার্স। বিপরীতে ৩৬বার হেরেছে তামিমের দল। ২ ম্যাচে হয়নি কোন ফল।
এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হচ্ছে অধিনায়ক তামিমের। প্রথম পরীক্ষায় ভাল করতে তৈরি এই অভিজ্ঞ তারকা। বলছিলেন,‘আমি নিশ্চিত যে আমাকে যদি জিজ্ঞেস করেন কিংবা ওদের অধিনায়ককেও জিজ্ঞেস করেন তাহলে সেও বলবে যে সিরিজটি জিততে চায়। আমিও চাই সিরিজ জিততে। আপনাকে সব ছোট ছোট বিষয় সঠিকভাবে পালন করতে হবে। আর এটি শুরু হবে ম্যাচের প্রথম বল থেকেই। সেটি আমরা বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি।’
Discussion about this post