ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা পুনরুদ্ধারের পথে আরো একধাপ এগিয়ে গেল ঢাকা ডায়নামাইটস। এবার সিলেট সিক্সার্সকেও উড়িয়ে দিল সাবেক চ্যাম্পিয়নরা। শুরুতে রনি তালুকাদের ঝড়ো ফিফটি আর নাঈম শেখের দৃঢ়তায় বড় পুঁজি পায় ঢাকা ডায়নামাইটস। এরপর রুবেল হোসেন, আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ডেভিড ওয়ার্নারের দলকে হারিয়ে তুলে নেয় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ জয়।
মিরপুরের হোম অব ক্রিকেটে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে জিতেছে ঢাকা। সাকিব অঅল হাসানের দলের ছুড়ে দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে নেমে ৯ উইকেটে ১৪১ রান তুলে সিলেট।
ব্যাট করতে নেমে ঢাকার হজরতউল্লাহ জাজাইকে আরেকটি ম্যাচে ব্যর্থ। এরপর রনির সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার সুনিল নারাইন (২৫)। ৩৪ বলে ৫ চার ও তিন ছক্কায় ৫৮ রান করেন রনি। এরপর চার বলের মধ্যে আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও শুভাগত হোমকে আউট করেন তাসকিন আহমেদ।
১২৫ রানে ৭ উইকেট হারালেও এরপর ঢাকা ১৭৩ রানে যায়। আর পথ দেখান নাঈম ও নুরুল হাসান। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৩১ বলে করেন ৪৮ রান। তাসকিন ৩৮ রানে নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। যা একটু লড়লেন নিকোলাস পুরান।ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যান ৪৭ বলে ৯ ছক্কা ও এক চারে তুলৈন ৭২ রান। ঢাকার পেসার রুবেল নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৭৩/৭ (জাজাই ৪, নারাইন ২৫, রনি ৫৮, সাকিব ২৩, পোলার্ড ৩, রাসেল ৫, সোহান ১৮*, শুভাগত ০, নাঈম ২৫*; তানভির ১/২১, তাসকিন ৩/৩৮, আল আমিন ১/২৬, আফিফ ১/২৫)
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৪১/৯ (ওয়ার্নার ৭, লিটন ৯, আফিফ ৪, নাসির ১, সাব্বির ১২, পুরান ৭২, কাপালী ২, তানভির ৭, তাসকিন ১৮*, লামিচানে ১, আল আমিন ১*; সাকিব ৪-০-৩৪-২, রুবেল ৩/২২, সাকিব ২/৩৪, শুভগত ২/২৮)
ফল: ঢাকা ৩২ রানে জয়ী
Discussion about this post