এক ম্যাচ পরই সুপার লিগে জয়ের ছন্দে ফিরল লিজেন্ডস অব রূপগঞ্জ। মঙ্গলবার প্রাইম দোলেশ্বরকে উড়িয়ে দিল লিজেন্ডসরা। দুই ওপেনার আব্দুল মজিদ ও মোহাম্মদ নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ে দোলেশ্বরকে ৫ উইকেটে হারায় রূপগঞ্জ।
এ জয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডসরা আবারো উঠল পয়েন্ট টেবিলে দুইয়ে। ১৩ ম্যাচে ৮ জয়ে তাদের অর্জন ১৬ পয়েন্ট। দুই থেকে চারে নেমে যাওয়া দোলেশ্বরের পয়েন্ট ১৫। দিনের আরেক ম্যাচে আবাহনীকে ২৬ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারপরও ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। রূপগঞ্জের সমান পয়েন্ট নিয়ে তিনে শেখ জামাল।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে লিটন দাস তুলে নেন এবারের লিগে নিজের তৃতীয় সেঞ্চুরি। ১২৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৭ রান করেন এই ওপেনার। আর দোলেশ্বর শেষ পর্যন্ত তারা ৫০ ওভারে ৫ উইকেটে ২৫৭ রান তুলে। ফরহাদ রেজা ২২ বলে করেন ২৯। ইকবাল ২২ বলে ৪ ছক্কা ও ২ চারে খেলেন ৪২ রান করেন।
রূপগঞ্জের নাঈম ইসলাম ২৮ রানে তুলে নেন ২ উইকেট। মোহাম্মদ শহীদ ও আসিফ হাসান পেয়েছেন একটি করে উইকেট।
এরপর জবাবে ১৪০ রানের উদ্বোধনী জুটিতে রূপগঞ্জের জয়ের ভিত গড়ে দেন আব্দুল মজিদ ও মোহাম্মদ নাইম। মজিদ ৯০ বলে ৫ চার ও এক ছক্কায় খেলেন ৫৮ রানের এক দারুন এক ইনিংস। অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান নাইম ১০১ বলে ৬ চার ও ৫ ছক্কায় খেলেন ৮৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। ৩৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন মুশফিকুর রহীম। তারপর অধিনায়ক নাঈম ইসলাম (৩১) আর পারভেজ রসুল (২৩) করেন।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২৫৭/৫ (ইমতিয়াজ ২৯, লিটন ১০৭, ফজলে মাহমুদ ৪৬, মার্শাল ০, ফরহাদ রেজা ২৯, আব্দুল্লাহ ৪২*, শরিফউল্লাহ ০*; শহিদ ১/৫০, রাসেল ০/৪৩, মোশাররফ ০/৩৭, আসিফ ১/৪৫, রসুল ০/৫৪, নাঈম ২/২৮)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৮.৪ ওভারে ২৬০/৫ (মজিদ ৫৮, মোহাম্মদ নাঈম ৮৮, মুশফিক ৪১, নাঈম ইসলাম ৩১, রসুল ২৩, অভিষেক ৬*, মিলন ৬*; আব্দুল্লাহ ১/৩৫, শরিফউল্লাহ ০/৪৮, মামুন ০/৩৭, ফরহাদ রেজা ২/৫৪, আরফাত সানি ০/৩৪, শাহানুর ১/৩০, ফজলে মাহমুদ ১/১৯)।
ফল: ৫ উইকেটে জয়ী লিজেন্ডস অব রূপগঞ্জ
ম্যাচসেরা: মোহাম্মদ নাইম
Discussion about this post