ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মঙ্গলবার শুরু ক্রিকেট উৎসব। পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। শনিবার জৈব সুরক্ষা বলয়ে পা রাখলেন টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটাররা। নেগেটিভ ক্রিকেটাররা উঠলেন রাজধানীর পাঁচতারকা এক হোটেল। মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা পরীক্ষা চলে গেলেন জৈব সুরক্ষা বলয়ে। নেগেটিভ ক্রিকেটাররা উঠছেন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে।
করোনা পরীক্ষা অবশ্য শেষ হচ্ছে না। টুর্নামেন্ট চলাকালীন প্রায় ৪০০ করোনা পরীক্ষা করানো হবে। রুটিন ওয়ার্ক হিসেবেই এটি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত শুক্রবার টুর্নামেন্টের পাঁচ দলের ক্রিকেটাররা করোনা পরীক্ষার নমুনা দেন। এরমধ্যে মিনিস্টার গ্রুপ রাজশাহী, ফরচুন বরিশাল, জেমকন খুলনার কোনো ক্রিকেটারের পজিটিভ ফল আসেনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের মাহমুদুল হাসান জয় করোনা পজেটিভ। তার জন্য দলটি অপেক্ষা করতে পারে। অথবা প্লেয়ার্স ড্রাফটের তালিকা থেকে একই ক্যাটাগরি থেকে ক্রিকেটার নিতে পারবে।
৮০ ক্রিকেটারের সঙ্গে এই টুর্নামেন্টে সরাসরি যুক্ত থাকবেন আরও ২০০ থেকে ২৫০ জন। যারমধ্যে টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিসিয়াল, কর্মকর্তা, ব্রডকাস্ট কর্মী, ধারাভাষ্যকার, মাঠ কর্মী, নিরাপত্তা রক্ষী থাকছে। নির্দিষ্ট ব্যক্তি ছাড়া সেই ক্রিকেটাদের কাছাকাছি কেউ যেতে পারবেন না।
রেড ও গ্রীন জোনে ভাগ করা হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘শেরেবাংলায় নির্দিষ্ট কিছু অংশে বাদে ক্রিকেটাররা কোথাও যেতে পারবেন না। তাদের চলাফেরা নিয়ন্ত্রণে রাখা হবে। সেই সময়টাতে ব্যক্তিগত অনুশীলনের সুযোগ নেই।’
টুর্নামেন্ট চলার সময় বা তারও আগে কেউ করোনায় আক্রান্ত হলে জাতীয় ক্রীড়াপল্লী আর জাতীয় সুইমিংপুলের হোস্টেলে আইসোলেশন সেন্টারে রাখা হবে। সর্বোচ্চ সতর্কতা নিয়েছে বিসিবি।
Discussion about this post