অনিশ্চয়তা ও আলোচনা শেষে মিলল আশার খবর-বাংলাদেশ-পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে তিনটি ম্যাচ, যেগুলো দেশের দর্শকরা এবার দেখতে পাবেন নিরবিচ্ছিন্নভাবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সে ভাটা থাকায় এবং দর্শক আগ্রহ কমে যাওয়ায় আন্তর্জাতিক সিরিজগুলোর সম্প্রচারে দেখা দিয়েছে অনীহা। বছর শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে কোনো বেসরকারি চ্যানেল আগ্রহ দেখায়নি, বাধ্য হয়ে বাংলাদেশ টেলিভিশন ম্যাচ সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু নানা কারিগরি সমস্যায় দর্শকদের সেই অভিজ্ঞতা ছিল হতাশাজনক।
তাই ধারণা করা হচ্ছিল, পাকিস্তান সিরিজও হয়তো একই পরিণতি বরণ করবে। তবে শেষ মুহূর্তে টি স্পোর্টস এগিয়ে আসায় ক্রিকেটপ্রেমীরা এবার নিশ্চিন্তে খেলা উপভোগ করতে পারবেন।
এই সফরে পাকিস্তানের নেতৃত্বে থাকবেন সালমান আলি আঘা। স্কোয়াডে রয়েছেন ফখর জামান, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা। গত মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই হারানোর হিসেব চুকানোর সুযোগ পেল টাইগাররা।
Discussion about this post