একেবারে হেসে-খেলে অনায়াস জয়। বৃষ্টির কয়েক দফা বিপত্তির পরও জিততে কোন বেগই পেতে হলো না বাংলাদেশের। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শুক্রবার ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে অলআউট হয়ে ১২৪ রান তুলে জিম্বাবুয়ে। জবাবে নেমে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাঙলাদেশ। হাফসেঞ্চুরি করেন অভিষিক্ত তানজিদ তামিম।
চট্টগ্রামে ম্যাচ জিতেছে ২৮ বল হাতে রেখে। আর তাতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে লিড নিয়েছে নাজমুল শান্তর দল।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭.২ ওভারে ১ উইকেট খরচায় বাংলাদেশের সংগ্রহ যখন ৪৪; চট্টগ্রামে নামে বৃষ্টি। তখন জিম্বাবুয়ের চেয়ে ২ রানে পিছিয়ে বাংলাদেশ। অর্থাৎ আর ম্যাচ না হলে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টি আইনে ২ রানে হারবে বাংলাদেশ।
তখন শান্ত-তানজিদ দু’জনেই আগ্রহী হওয়ার চেষ্টা করেছেন। শান্ত ২৪ বলে ২১ রান করে সাজঘরে ফিরলেও নিজের অভিষেক ম্যাচে ৩৬ বলে ফিফটি তুলেন তানজিদ। তানজিদ অপরাজিত ছিলেন ৬৭ রানে। হৃদয়ের ব্যাট থেকে এসছে ১৮ বলে ৩৩ রান।
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১২৪ (গাম্বি ১৭, আরভিন ০, বেনেট ১৬, উইলিয়ামস ০, রাজা ০, মাডান্ডে ৪৩, বার্ল ০, জঙ্গুয়ে ২, মাসাকাদজা ৩৪, মুজারাবানি ১, এনগারাভা ২; শরিফুল ৪-০-৩৭-০, মেহেদি ৪-১-১৬-২, তাসকিন ৪-০-১৪-৩, সাইফ উদ্দিন ৪-০-১৫-৩, রিশাদ ৪-০-৩৭-০)
বাংলাদেশ: ১৫.২ ওভারে ১২৬/২
Discussion about this post