দু’দলেরই প্রয়োজন ছিল ড্র। ফিফার নজর ছিল-যদি ‘পাতানো’ ম্যাচ খেলে ফেলে দুই দল। না তেমন কিছু হয়নি। বৃহস্পতিবার জার্মানি ১-০ গোলে হারাল যুক্তরাষ্ট্রকে। টমাস মুলারের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে উঠল তারা। ব্রাজিল বিশ্বকাপে মুলারের এটি চতুর্থ গোল। সব মিলিয়ে বিশ্বকাপে এটা তার নবম গোল।
গ্রুপ ‘জি’-এর আরেক ম্যাচে পর্তুগাল ২-১ গোলে ঘানাকে হারানোতেই গোল পার্থক্যে পরের রাউন্ডে উঠে গেল যুক্তরাষ্ট্র। জিতেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হল ক্রিশ্চিয়ানো রোনালদোর।
অথচ লিওনেল মেসি, নেইমারদের পাশে উচ্ছারিত হচ্ছিল তার নাম। মেসি চার গোল করে টেনে তুলছেন আজেন্টিনাকে। সমান গোল করে নেইমারও ব্রাজিলকে নিয়ে গেছেন দ্বিতীয় রাউন্ডে। আর দেশ ফিরছেন রোনালদো।
Discussion about this post