ফের জাতীয় ক্রিকেট লিগে দাপট খুলনার। দুই মৌসুম পর ট্রফি নিজেদের করে নিল তারা। অবশ্য পয়েন্ট তালিকায় বেশ সুবিধাজনক স্থানেই ছিল দলটি। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে দলকে প্রয়োজনীয় পয়েন্ট এনে দেন অভিজ্ঞ ইমরুল কায়েস। তার সেঞ্চুরিই ব্যবধান গড়ে দিল।
শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৮৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। এরপর দুই অধিনায়ক ড্র মেনে নেন। ১০৭ রান করেন ইমরুল। ৬২ রান জিয়াউর রহমানের ব্যাটে।
তানভীর হায়দার ৫৬ রানে নেন দুই উইকেট। ম্যাচসেরা তিনিই।
এদিকে এই ড্রয়ের পর গত আসরের চ্যাম্পিয়ন রংপুরের অবনমন হলো। প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে তারা। আবার বরিশাল প্রথম স্তরে উঠে এসেছে।
পয়েন্ট তালিকা:
দল | ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট |
খুলনা | ৬ | ১ | ০ | ৫ | ৫৪ |
ঢাকা মেট্রো | ৬ | ১ | ০ | ৫ | ৪৪ |
ঢাকা | ৬ | ১ | ১ | ৪ | ৪৩ |
রংপুর | ৬ | ০ | ২ | ৪ | ৩৮ |
Discussion about this post