ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা সময় ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে মাঠ মাতিয়েছেন। গড়েছেন রেকর্ড। দেশকে এনে দিয়েছেন একাধিক সাফল্য। কিন্তু সেই মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে শেষবারের মতো মাঠে নেমেছিলেন তিনি। এরপর স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নির্বাসিত হন এই ব্যাটসম্যান। জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকলেও এখনো ফেরার স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন আশরাফুল। এজন্য তিনি আরও চার বছর অপেক্ষা করতে চান। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে লাইভে এসে অ্যাশ বলেন, ফিটনেস ঠিক থাকলে একজন ব্যাটসম্যানের পক্ষে চল্লিশ বছর বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। ফলে সহসাই জাতীয় দলের আশা ছাড়ছেন না তিনি।
জাতীয় দলে ফেরার ব্যাপারে আশরাফুল বলেন, ‘যদি শোয়েব মালিকের কথা ধরেন, তার ডেব্যু হয়েছিল ১৯৯৯ সালে। এখনো কিন্তু খেলছে। তার সঙ্গে খেলা অনেকেই এখন কোচ-নির্বাচক হয়ে গেছে। আমি তো মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছি। যেহেতু আমি ব্যাটসম্যান কাজেই জাতীয় দলে ফিরতে আরো তিন-চার বছর অপেক্ষা করব।’
বাংলাদেশের কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আরো বলেন, ‘ফিটনেস ঠিক থাকলে কমপক্ষে আরো চার বছর চেষ্টা করব। এখন তো চল্লিশের পরও অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’
এর আগে ২০১৯ বিশ্বকাপে খেলার ব্যাপারে আশা করেছিলেন আশরাফুল। যদিও তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে হাল ছেড়ে দেননি। এখনও স্বপ্ন দেখেন একদিন ফের লাল-সবুজ জার্সিতে মাঠের ক্রিকেটে ফিরবেন। দেশকে এনে দেবেন আরও সাফল্য।
Discussion about this post