ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ছুটির দিনগুলো নাকি দ্রুত ফুরিয়ে যায়। তবে প্রতিটি ছুটিই সবাইকে নতুন করে জাগিয়ে তুলে। এই যেমন বাংলাদেশ দল এখন আগের চেয়েও চাঙ্গা। টানা খেলার ধকল কাটাতে ৫ দিনের ছুটিতে ইংল্যান্ডে আনন্দে সময় কাটালেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান আর তামিম ইকবালরা। সেই আনন্দ যাত্রা শেষে শুক্রবার সবাই ফিরেছেন হোটেলে।
রোববার থেকে ফের ব্যাট-বল হাতে নেমে পড়বেন অনুশীলনে। তার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য একটাই-ভারতকে হারানো। সেই মিশনে প্রস্তুত দল।
এবারের বিশ্বকাপের পথচলাটা দুর্দান্ত হয়েছিল টাইগারদের। শুরুতেই দল হারায় দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে আক্ষেপ নিয়ে হারে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষেও দাপুটে ক্রিকেট খেলেছেন সাকিবরা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় লড়াইয়ে ফেরে দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য লড়াই করেই হারে মাশরাফির দল। তারপর আফগানিস্তানকে হারিয়ে এখন চোখ সেমি-ফাইনালে। চার-পাঁচদিনের ছুটি কাটিয়ে এখন আরেকটি মিশনের জন্য প্রস্তুত দল। সাকিব, তামিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোসাদ্দেক হোসেনসহ আরো বেশ কজন ঘুরতে বেরিয়ে পড়েন বার্মিংহ্যামে। চোটের কারণে মাহমুদউল্লাহ রিয়াদ হোটেল ছাড়েননি। মুশফিকুর রহিমও থেকে যান বার্মিংহ্যামে।
মাহমুদউল্লাহ কাফ মাসলের চোট থেকে সেরে উঠেছেন। শুক্রবার ছেলেকে নিয়ে তিনি যান জুম্মার নামাজে। ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা কাটছে!
Discussion about this post