বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ‘ছায়া কমিটি’ গঠনের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল, বোর্ডের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটারদের নিয়ে জাতীয় দলের কার্যক্রম তদারকির জন্য এমন একটি কমিটি গঠন করা হতে পারে। তবে ফাহিম মনে করেন, বিসিবির কাঠামোর মধ্যে এমন কমিটির কোনো সুযোগ নেই।
গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, ‘ছায়া কমিটির তো কোনো সুযোগ নেই। বিসিবির প্রত্যেকটা কমিটিরই স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে, তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই।’
যদিও ছায়া কমিটির প্রয়োজন নেই বলে মনে করেন ফাহিম, তবুও বিশেষ প্রয়োজনে আলাদা একটি ‘স্পেশাল কমিটি’ গঠনের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি তিনি। তাঁর ভাষায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু সংখ্যক সাবেক ক্রিকেটার আছেন, যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং যারা দীর্ঘ সময় ধরে বোর্ডের সঙ্গে যুক্ত। যেকোনো বিশেষ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে।’
তিনি উদাহরণ টেনে বলেন, ‘যদি আমি একজন বিদেশি কোচ বা প্রধান কোচ নিয়োগ দিতে চাই, তাহলে সেটা একটা বিশেষ কমিটি করে করা যেতে পারে। আবার আমরা যদি একজন অধিনায়ক নির্বাচন করতে চাই, সেখানেও বিশেষ কমিটি কাজ করতে পারে। এসব হতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করা হবে।’
বর্তমানে জাতীয় দলের সব ক্রিকেট-সংক্রান্ত কার্যক্রম দেখভাল করে ক্রিকেট অপারেশন্স বিভাগ, যার নেতৃত্বে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। মাঝে মাঝে শোনা যায়, তার বিভাগ বোর্ডের অন্যান্য অংশের সঙ্গে সমন্বয়ে কিছু সীমাবদ্ধতার মুখে পড়ছে। এই প্রেক্ষাপটে সাবেক ক্রিকেটারদের নিয়ে ‘ছায়া কমিটি’ গঠনের গুঞ্জন ওঠে। তবে ফাহিমের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিসিবির বর্তমান কাঠামোতে এমন কোনো উদ্যোগের বাস্তব ভিত্তি নেই।
তিনি জোর দিয়ে বলেন, বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্ট্যান্ডিং কমিটিগুলোর অধীনেই পরিচালিত হয়, এবং সেই কাঠামোকে পাশ কাটিয়ে অন্য কোনো সমান্তরাল কমিটি গঠনের প্রশ্নই ওঠে না।









Discussion about this post