মিরপুরের শেরেবাংলার মতো এবার সিলেটের মাঠে রান উৎসব। দিনের প্রথম ম্যাচেই আজ সোমবার দেখা গেল দুইটি দুইশ ছাড়ানো ইনিংস। দুর্দান্ত ব্যাটিং করল রংপুর রাইডার্স-সিলেট স্টাইকার্স। তবে শেষ হাসি নুরুল হাসান সোহানের দল রংপুরের। যেখানে ছক্কার রেকর্ড গড়ল দুই দল।
সিলেট স্টাইকার্সকে ঘরের মাঠে হারিয়েছে রংপুর। ৮ উইকেটের জয় নিয়ে রংপুর বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল।
আজ সোমবার মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সিলেট করে ২০৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান তুলেন রনি তালুকদার। জাকির হাসান করেন ৫০ রান। তারপর জবাবে নেমে রংপুর ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই তুলে নেয় দারুণ এক জয়। ম্যাচ জেতালেন দলের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। তিনি অপরাজিত ১১৩ রানে।
ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে অপরাজিত ছিল রংপুর। সিলেটেও জয় শীর্ষে সোহানের দল। দুই ম্যাচ খেলে সিলেট এখনো জয় শূণ্য।
রংপুরকে পথ দেখান সাইফ হাসান ও অ্যালেক্স হেলস। দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৬ রান জমা করেন। সাইফ ৪৯ বলে ৮০ রানে আউট।
৫৪ বলে সেঞ্চুরি করেন ইংলিশ ব্যাটার হেলস। ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন দরকে জিতিয়ে। ১০ চার ও ৭টি ছক্কা ছিল ইনিংসে।
আজ দুই দল মিলে এই ম্যাচে হাঁকাল ৩১টি ছক্কা। বিপিএলে এক ম্যাচে এর আগে ২৯টির বেশি ছক্কা হয়নি। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা হাঁকান ২৯টি ছক্কা। এবার তাদের টপকে গিয়ে নতুন রেকর্ড হলো।
বাংলাদেশে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হলো। আগের রেকর্ড ৩০ ছক্কা, এই সিলেটে-আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে ২০১৪ বিশ্বকাপে।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ২০৫/৪ (রনি ৫৪, মানজি ১৮, জাকির ৫০, স্টার্লিং ১৬, জোন্স ৩৮*, জাকের ২০*; সাইফউদ্দিন ৪-০-৩১-২, মেহেদি ৪-০-৩৮-১, আকিফ ৪-০-৫১-১, নাহিদ ৪-০-৪৫-০, খুশফিল ২-০-২১-০, ইফতিখার ১-০-৪-০, রকিবুল ১-০-১৩-০)
রংপুর রাইডার্স: ১৯ ওভারে ২১০/২ (হেলস ১১৩*, আজিজুল ০, সাইফ ৮০, ইফতিখার ৮*; তানজিম ৪-০-২৩-২, আল আমিন ৪-০-৫৩-০, টপলি ৪-০-৩৭-০, নিহাদউজ্জামান ৪-০-৪৪-০, আরিফুল ৩-০-৫১-০)
ফল: রংপুর রাইডার্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অ্যালেক্স হেলস
Discussion about this post