সেই একই গল্প! ফুলে-ফেপে উঠা প্রত্যাশার বেলুন হঠাৎ করেই চুপসে গেল! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ছিল দারুণ আগ্রহ। কিন্তু ঠিকঠাক জমল না!
নানা অসামঞ্জস্যের সঙ্গে ছিল বিশৃঙ্খলা! জানা গেল যাদের জন্য এই আয়োজন সেই দর্শকদের ঢুকতে বেশ কষ্ট হয়েছে। বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে পাঁচটায় শুরু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেই আয়োজন।
তবে উদ্বোধন করা হল-শুক্রবার রাত আটটায়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তৃতীয় আসরের উদ্বোধন ঘোষণা করেন। সঙ্গে ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।
এরপরই রঙীন আলোর খেলায়া মঞ্চে আসেন ছয় দলের অধিনায়ক। অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় রংপুর রাইডার্সের হয়ে মঞ্চে যান সৌম্য সরকার।
শুরুতেই সাদিয়া ইসলাম মৌয়ের নৃত্য। এরপর আইয়ুব বাচ্চুর এলআরবি। এরপর ব্যান্ড চিরকূট। মমতাজ আসেন এরপরই। ভারতীয় গায়ক কেকে’র গান শেষ হতেই মুল আকর্ষন। বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও হৃত্বিক রোশানেন পরিবেশনা। শেষে থাকল আতশবাজি।
কিন্তু দর্শকদের ঝামেলায় পড়তে হয়েছে বারবারই। টিকেটে ছিল না গেট নাম্বার। ১০ হাজার টাকার টিকেট নিয়েও অনেকে সাড়ে সাতটায় ঢুকতে পারেন নি!
Discussion about this post