ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের মতো ঢাকাতেও ৪ স্পিনারেই আস্থা রাখতে চাইছেন হেড কোচ স্টিভেন রোডস। কারণ স্পিনে দুর্বলতা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এ অবস্থায় পেসার হিসেবে চট্টগ্রাম টেস্টে ছিলেন শুধু মুস্তাফিজুর রহমানকেই দেখা যেতে পারে ঢাকায়।
চট্টগ্রামে দুই ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের সব উইকেট তুলে নেন বাংলাদেশের স্পিনাররা। অভিষেকে টেস্টে প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছেন নাঈম। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের চেপে ধরেন তাইজুল ইসলাম। শিকার করেন ৬টি উইকেট। সাকিব আল হাসানও ছিলেন সফল। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকে পা রাখেন তিনি।
আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজও বল হাতে সফল। এ কারণেই ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্টে স্পিনারেই আস্থা খুঁজছে টাইগাররা। চট্টগ্রামে বাংলাদেশ জিতেছিল ৬৪ রানে।
যদিও স্পিনিং কন্ডিশনে চার স্পিনার খেলিয়ে সাফল্য পাওয়া নিয়ে তির্যক মন্তব্য করেছেন অনেকেই। তাতে অবশ্য কান দিচ্ছেন না স্টিভ রোডস। বলেন, ‘দেখুন, ইতিহাস বলে টেস্টে বেশিরভাগ সময় দুই স্পিনার, তিন পেসার আর এক অল রাউন্ডার নিয়ে খেলা হয়ে আসছে। কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজ চার পেসার এবং কোন স্পিনার ছাড়া নামত সেটা ছিল তাদের কৌশল। যদি আমরা মনে করি চার স্পিনারই ঠিক আছে, এটাই আমাদের কৌশল তাহলে সেটাই আমাদের অনুসরণ করা উচিত।’
এ অবস্থায় ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। টাইগার কোচ রোডস বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা সত্যিই দারুণ ছিল। ক্রিকেটারদের মতোই তাদের জন্য আমার অনেক সমীহ আছে। তারা পরের টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। আমাদের এজন্য প্রস্তুত থাকতে হবে। আমি চাই ২-০ তে জিততে।’
Discussion about this post