ভারতের ক্রিকেট ইতিহাসে তিনি সর্বকালের সেরা অধিনায়কদের একজন। জাতীয় দল ছেড়েছেন। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বয়স ৪০ ছাড়িয়ে যাওয়া এই ভারতীয় কিংবদন্তি এবার নামলেন অভিনয়ে।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা এক ভিডিওতে জানিয়ে দিলেন নতুন ভূমিকায় আসছেন ধোনি। সেই ভিডিওর শুরুতেই বলেন, ‘নতুন যুগের গ্রাফিক নভেল ‘আথার্বা: দ্য অরিজিন’ এর ‘ফার্স্ট লুক’। সবার সামনে এটি তুলে ধরতে পেরে আমি আনন্দিত।’
‘অথর্ব’ নামক ওয়েব সিরিজ নির্মাণ করেছেন রমেশ থামিলমানি। প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। তার স্ত্রী সাক্ষী সিং মিডিয়া সংস্থা ধোনি এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেছেন।
অবশ্য অভিনয় অভিজ্ঞতা আগেও হয়েছে ধোনির। বিজ্ঞাপনে অনেক বছর ধরেই ব্যস্ত। আবার এসেছে তার বায়োপিকও। এবার পৌরাণিক সাই-ফাই উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত ওয়েব সিরিজে নাম ভূমিকায় ভারতের সাবেক এই অধিনায়ক।
‘আথার্বা: দ্য অরিজিন’ ওয়েব সিরিজে ওয়েব সিরিজে ক্যাপ্টেন কুলকে রাক্ষস বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এক যোদ্ধার চরিত্রে দেখা যাবে।
Discussion about this post