ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কথায় আছে উইনিং কম্বিনেশন নাকি ভাঙতে নেই। ঠিক তাই করেছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। চট্টগ্রামে দুই ম্যাচে জয়ী দলটাই ঠিক রেখেছে। ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে আফগানিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ।
রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আফগানদের হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে টাইগাররা। আর সেই জয়ে দাপট দেখালেন সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অধিনায়ক ৪৫ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসে ৬ বল আর ৪ উইকেট হাতে রেখে জেতে টাইগাররা। এবার ফাইনালেও যুদ্ধ বিধ্বস্ত দেশটির হারিয়ে ট্রফি জিততে চায় দল।
সাকিব আল হাসান বলছিলেন,, ‘আফগানদের বিপক্ষে অবশ্যই এটি বড় জয়। আপনি যদি শেষ কয়েক মাসের কথা চিন্তা করেন, আমরা টি-টুয়েন্টি ক্রিকেটে একদমই ভালো করতে পারছিলাম না। ফলে আমাদের উন্নতির প্রয়োজন ছিলো। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত হবে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন দল। তার আগে জয় পেয়ে সাকিব বলেন, ‘ফাইনালে নামার আগে এ জয়টি আমাদের অনেক অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাবে। আমরা জানি মিরপুরে খেলা ভিন্ন হবে। নতুন দিন, নতুন পরিস্থিতি, কিছুই হয়তো আগের মতো হবে না। তাই আফগানিস্তানকে হারানোর জন্য আমাদের সেরাটাই খেলতে হবে।’
চট্টগ্রাম পর্ব শেষ করে রোববারই ফাইনাল ম্যাচের জন্য ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও আফগানিস্তান। এদিন বিশ্রামের পর সোমবার অনুশীলনে নামবে দুই দল।
বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।
Discussion about this post