দুবাইয়ে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগেই দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগার যুবারা, আর সেই লক্ষ্য পূরণ করেই টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নেয় তারা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৮৪ রান যোগ করে দলকে ভালো শুরু এনে দেন। জাওয়াদ সর্বোচ্চ ৪৯ রান করেন, রিফাতের ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর আজিজুল হাকিম ও রিজান হোসেনের ৫৩ রানের জুটি ইনিংসকে আরও মজবুত করে। তবে ইনিংসের শেষভাগে নিয়মিত উইকেট পড়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। শ্রীলঙ্কার পক্ষে স্পিনার কাভিজা গ্যাভেজ ৩৮ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হন, ভিরান নেন ২ উইকেট।
২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ৪৪ রানের মধ্যেই তারা চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ম্যাচে আর ফিরে দাঁড়াতে পারেনি লঙ্কান যুবারা। চামিকা হেনাতিগা ৪১ এবং হিল্মি ৩৯ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের বোলিং আক্রমণে ইকবাল হোসেন ইমন ৩৭ রানে ৩ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন, শাহরিয়ার আহমেদ ২৭ রানে ২ উইকেট নিয়ে তাকে ভালোভাবে সহায়তা করেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয় ৪৯.১ ওভারে ১৮৬ রানে।
এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এ’-র রানার্সআপ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
টানা জয় ও অপরাজিত অবস্থায় শেষ চারে উঠে আত্মবিশ্বাসের বড় বার্তা দিয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ যুবারা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৩ ওভারে ২২৫ (জাওয়াদ ৪৯, রিফাত ৩৬; কাভিজা ৪/৩৮, ভিরান ২/১৯)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.১ ওভারে ১৮৬ (চামিকা ৪১, হিল্মি ৩৯, ইকবাল ৩/৩৭, শাহরিয়ার ২/২৭) ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী









Discussion about this post