সেই চেনা ছন্দের দেখা পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যান সমিতিকে ২৮ রানে হারাল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সাবেক চ্যাম্পিয়নরা।
ম্যাচে জিততে খেলাঘরকে ২৪০ রানের টার্গেট দিয়েছিল রূপগঞ্জ। সেই পুঁজি নিয়ে দুর্দান্ত খেলল নারায়ণগঞ্জের ক্লাবটি। তাদের বোলাররা শেষ পর্যন্ত প্রতিপক্ষকে নির্ধারিত ওভারের ১১ বল আগেই ২১১ রানে অলআউট করে দেয়। দল পায় ২৮ রানের দারুণ এক জয়।
ম্যাচে খেলাঘর কোন রান না করতেই রূপগঞ্জকে উইকেট এনে দেন পেসার মোহাম্মদ শরিফ। তারপর অবশ্য সালাউদ্দিন পাপ্পু ও নাজমুস সাদাত গড়ে তোলেন ৫৯ বলে ৬২ রানের জুটি। কিন্তু তারপরই বিপর্যয়। তা থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে হাসানুজ্জামান ও পিনাক ঘোষ পথ দেখান রূপগঞ্জকে।যদিও একসময় ১০৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। পরে ষষ্ঠ উইকেটে রাজা আলি দার (৪৬) ও ইয়াসিন আলি (৫৯) ৯৪ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোর এনে দেন। তা ধরেই রেখে দল পায় প্রয়োজনীয় জয়।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এনিয়ে ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জিতল রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯.৫ ওভারে ২৩৯ (হাসানুজ্জামান ৩৬, পিনাক ১২, হামিদুল ২৪, মোশাররফ ২২, নাঈম ৯, রাজা ৪৬, ইয়াসির ৫৯, মাহমুদুল ১৮, শরিফ ০, সাব্বির ৪*, আসিফ ০; তানভির ৩/৫৪, রনদিভ ১/৪৫, রবি ১/৪৮, সাদাত ০/২৭, ডলার ২/৩৫, মাসুম ১/১৫, রেজাউল ০/১৪)
খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা: ৪৮.১ ওভারে ২১১ (রবি ০, সালাউদ্দিন ৩৮, সাদাত ৫২, অমিত ১, নাজিম ৫৯, নাফিস ৬, রেজাউল ১৬, মাসুম ১৩, রনদিভ ১, ডলার ১২*, তানভির ২; শরিফ ২/৪৭, রাজা ২/৬৩, মোশাররফ ২/২৭, মাহমুদুল ১/১৫, আসিফ ০/৩৩, নাঈম ২/১৬, সাব্বির ০/৮)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ২৮ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির আলী চৌধুরী
 
			 
                                









Discussion about this post