উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বে গোলের নতুন রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে স্প্যানিশ জায়ান্টরা ২-০ গোলে হারায় এফসি কোপেনহেগেনকে। সেই ম্যাচে একটি গোল পেলেন রোনালদো। তাতেই চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বে চার তারকা রুদ ফন নিস্তেলরয়, হারনান ক্রেসপো, ফিলিপ্পো ইনজাঘি এবং জাতান ইব্রাহিমোভিচের সর্বাধিক আট গোলের রেকর্ড পেছনে ফেলে সামনে চলে যান পর্তুগিজ মেগাস্টার। সর্বাধিক নয় গোলের রেকর্ডের মালিক রোনালদো।
দিনের অন্য খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে জিতেছে শাখতার দোনেৎস্কের বিপক্ষে।
একনজরে ফল
বায়ার্ন মিউনিখ ২ – ৩ ম্যানচেস্টার সিটি
কোপেনহেগেন ০ – ২ রিয়াল মাদ্রিদ
ম্যানচেস্টার ইউনাইটেড ১ – ০ শাখতার দোনেৎস্ক
অলিম্পিয়াকোস ৩ – ১ আন্ডারলেখট
রিয়াল সোসিয়েদাদ ০ – ১ বায়ার লেভারকুসেন
ভিক্টোরিয়া প্লজেন ২ – ১ সিএসকেএ মস্কো
বেনফিকা ২ – ১ প্যারিস সেন্ট জার্মেই
Discussion about this post