ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১১ দফা দাবিতে ধর্মঘট ডাকা ক্রিকেটারদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসানদের কড়া সমালোচনা করেছিলেন বিসিবি সভাপতি। সমাধানের কোন ইঙ্গিত দেখা যায়নি। তবে বুধবার আশার আলো দেখা যাচ্ছে।
বিকেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বিসিবি। বিকেল ৫টায় বোর্ড কর্তারা কথা বলতে প্রস্তুত বলে জানালেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন। যদিও ক্রিকেটারদের পক্ষ থেকে এনিয়ে কোনো জবাব পাওয়া যায়নি।
বুধবার দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা জানানেলন প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘দেখুন, মঙ্গলবার সংবাদ সম্মেলনের পরপরই আমরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের ব্যাপারে বোর্ডের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। এগুলো সবই আর্থিক ব্যাপার আর সমাধান হওয়াটা কেবল সময়ের ব্যাপার। বসলেই বিষয়গুলোর নিষ্পত্তি হবে। তামিম আমাকে জানান যে, উনি সবার সঙ্গে কথা বলে আমাকে জানাবেন।’
সুজন আরও বলেন, ‘আমরা আশা করছি যে কোনো সময় তারা জানাবেন। এর মধ্যেই জানতে পেরেছি যে, আজকে কোনো এক সময় তারা একত্রিত হবেন ও কোনো জায়গায় বসবেন। আমি এজন্য জানিয়ে দিতে চাই, আমরা আজকে বিকেল ৫টায় প্রস্তুত আছি। বোর্ডে বা যে কোনা জায়গায় আমরা কথা বলতে পারি, জানালেই হবে।’
ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সোমবার মিরপুর বিসিবি একাডেমি মাঠে এসময় তার সঙ্গে ছিলেন দেশের শীর্ষ পর্যায়ে খেলা ক্রিকেটাররা।
তবে ক্রিকেটারদের এমন ধর্মঘট ভালো চোখে দেখেনি বিসিবি। অবশ্য বুধবার প্রধান নির্বাহী জানান, ‘দেখুন নমনীয় হওয়ার ব্যাপার নয়। বোর্ড সভাপতি মহোদয় সংবাদ সম্মেলনেই জানিয়েছেন, বেশির ভাগ ব্যাপারই আর্থিক এবং আলোচনা করে সমাধান সম্ভব। ‘
এ অবস্থায় সমাধান না হলে থমকে যাবে দেশের ক্রিকেট। বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা জাতীয় লিগের তৃতীয় রাউন্ড। এই ম্যাচ পেছাবে কীনা তা অবশ্য পরিস্কার নয়।
 
			 
                                









Discussion about this post