জ্যাক ক্যালিস, নামটা উচ্চারিত হতেই চোখের সামনে ভাসে ব্যাট-বলে নান্দনিক এক ব্যাটসম্যানের চেহারা। দুর্দান্ত এক ক্রিকেটার তিনি। অনেকের মতে সর্বকালের সেরা অলরাউন্ডার। রেকর্ড যে তার হয়ে কথা বলছে। দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তিকে এবার একটা জায়গায় পেছনে ফেললেন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের দিনে রোববার নতুন উচ্চতায় পা রাখলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে জ্যাক ক্যালিসের পর ১২ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এরমদ্যে ক্যালিসের চেয়ে কম ম্যাচ খেলেই এই কীর্তি গড়েন বাংলাদেশের মহাতারকা। ১৭১ আন্তর্জাতিক ম্যাচ কম খেলে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবলে পা রাখলেন সাকিব।
যদিও অন্য সব জায়গায় এগিয়ে ক্যালিস। ১৯ বছরের ক্যারিয়ারের ৫১৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। করেছেন ২৫,৫৩৪ রান। নিয়েছেন ৫৭৭ উইকেট। আর ৩৪৮ ম্যাচে সাকিবের সংগ্রহ ১২,০৭০ রান। নিয়েছেন ৫৮৩ উইকেট।
৩৪ বছর বয়সী সাকিব রোববার করেন ৯৬ রান। ব্যাটে ফের ছন্দ ফিরে পেয়েছেন। পরিশ্রমেই ফের দেখা পেলেন রানের। বলেন, ‘পরিশ্রম তো করতেই হয়, তবে মাইন্ডসেটটাও অনেক গুরুত্বপূর্ণ। আমি হয়তো অনেক বেশি চিন্তা করছিলাম সবকিছু নিয়ে। যেটা এই ম্যাচের আগে বদল করেছি। চেষ্টা করব যেন ফোকাস ধরে রাখতে পারি। এতদিন খেলার পর আসলে টেকনিক্যাল কোনো সমস্যা হয় না। মানসিক সমস্যাটাই আসল। নিজের সঙ্গে নিজের মানসিক চ্যালেঞ্জটা যদি জিততে পারি তাহলে নিয়মিত রান পাওয়া সম্ভব।’
আর এভাবে ছন্দটা ধরে রেখে এগিয়ে যেতে চান সাকিব। নিজেকে নিয়ে যেতে চান আরও উচ্চতায়।
Discussion about this post