বিস্ময়কর এক প্রতিভা সাকিব আল হাসান। বেশ কয়েকবছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে আছেন তিনি। ব্যাট-বল দুটোতেই সেরাদের সেরা হয়ে বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের শীর্ষে উঠে গেছেন সাকিব। এবার আরো একটি কীর্তিতে রঙীন হলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার সিরিজের প্রথম ওয়ানডেতেবিশ্বরেকর্ড গড়লেন সাকিব। ৫০ ওভারের ক্রিকেটে কম ম্যাচে দ্রুততম ৫ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলসের মাইলফলকে পৌঁছালেন এই টাইগার ক্রিকেটার।
এর আগে এই মাইলফলক ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া, পাকিস্তানের শহিদ আফ্রিদি ও আবদুর রাজ্জাক।
তবে সবার চেয়ে এগিয়ে থাকলেন সাকিব। ওয়ানডে ৫ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলসের বিশ্বরেকর্ড গড়তে তার খেলতে হয়েছে ১৭৮টি ম্যাচ। আর ক্যালিস খেলেন ১৯৭, জয়সুরিয়া ২০৪, আফ্রিদি ও রাজ্জাকের ২৩৯ ও ২৫৮ ম্যাচ।
কিম্বার্লিতে রোববার ৫ হাজার রান থেকে ১৭ রান দূরে ছিলেন সাকিব। এর আগেই তার ওয়ানডেতে উইকেট সংখ্যা দাঁড়িয়েছিল ২২৪টি। এর আগে এই টাইগার অলরাউন্ডার দ্রুততম ৪০০০ রান ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ডও গড়েছিলেন।
Discussion about this post