আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন মিসবাহ উল হক। বিদায় বেলায় পাকিস্তানি এই তারকা ক্রিকেটার দিলেন এক ভাষন। যা এখানে বাংলা অনুবাদে তুলে ধরা হল-
শুরুতেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। কেননা আমি তারই কৃপাতেই পুরো ক্যারিয়ারে এমন অর্জন ও শেষটা এভাবেই করতে পেরেছি। এরচেয়ে ভালো কিছু আমি আর চাইতে পারি না: এরপরেই আমি আমার পরিবার, আমার মা, বোন ও বিশেষ করে আমার স্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ তারাই আমাকে সব সময় সহযোগিতার হাত বাড়িয়েছে।
অস্ট্রেলিয়াতেই শেষ বলতে পারতাম আমি। তারপর আমার স্ত্রী আমাকে বুঝিয়েছে যে ভক্তদের জন্য আমাকে এই সিরিজে ফিরতেই হবে। আর আমার এই দলের জন্য বলতে চাই- তোমাদের এভাবে শেষ করলে হবে না, তোমাদের এভাবেই জয় এবং পারফর্ম করতে হবে।
সবাইকে ধন্যবাদ। আমার ছেলে এখানে নেই, যদিও সে টিভিতে আমাকে দেখছে। আমি তাকে সত্যিই খুব মিস করছি। তার পরীক্ষা থাকার কারণে আমাদের সঙ্গে ভ্রমণ করতে পারেনি।
আমার পুরো ক্যারিয়ারের সফরে আমার কোচিং স্টাফ, ম্যানেজার, ট্রেনার, চিকিৎসক, বিশেষ করে সতীর্থদের যারা আমাকে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি তারা আমার জন্য সব সময়ই প্রার্থনা করবেন। ‘
Discussion about this post