ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চিকিৎসা থেকে অস্ট্রেলিয়া থেকে ফিরে জাতীয় দলের ক্রিকেটার সাদমান ইসলাম এবং অনূর্ধ্ব ১৯ দলের মৃত্যুঞ্জয় চৌধুরী ছিলেন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে। অবশেষে পরিপূর্ণ সুস্থ থেকে স্বেচ্ছা বন্দী থেকে মুক্ত হয়েছেন তারা।
১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার সময়ে সাদমান-মৃত্যুঞ্জয় কাছের মানুষদের থেকে দূরত্ব বজায় রেখেছেন। কোন সময়ই তারা বের হননি বাড়ি থেকে। গত ১৭ মার্চ দেশে ফিরেছিলেন দুজন। বিদেশ ফেরত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। সেই নিয়মের কারণে সবার কাছ থেকে নিজেদের আড়াল করে রেখেছিলেন।
কোয়ারেন্টাইনে থাকাকালিন সাদমান-মৃত্যুঞ্জয়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দেয়নি। রিস্ট ইনজুরিতে পড়া সাদমান সিনেমা দেখা, বই পড়া আর গেম খেলার মাধ্যমেই কাটিয়েছেন তার কোয়ারেন্টাইনের সময়গুলো। বের হতেন না নিজের রুম থেকেও। পরিবারের সদস্যরাও থেকেছেন দূরত্ব বজায় রেখে, অন্যান্য সচেতন নাগরিকের মতই। তবে এখনো চোটাক্রান্ত হাতে ড্রেসিং করাননি।
মৃত্যুঞ্জয় সাতক্ষীরায় নিজের বাড়িতে সময় কাটিয়েছেন। সিনেমা দেখা আর বই পড়া ছিল তারও সময় কাটানোর উপায়। এতটাই সতর্ক ছিলেন যে, সাতক্ষীরায় আছেন ব্যাপারটি নিজের বন্ধুদেরও জানাননি।
Discussion about this post