নারীদের ওয়ানডে বিশ্বকাপে গৌহাটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে কিউই নারীরা। বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্পিনার রাবেয়া খান, দলীয় সেরা তিনটি উইকেট তুলে নিয়ে কিউইদের বড় সংগ্রহে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি।
আজ শুক্রবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে প্রথমদিকে বাংলাদেশের পেসার মারুফা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দলের স্কোরবোর্ডে তখন মাত্র ৩৫ রান, ঠিক তখনই আঘাত হানেন রাবেয়া খান। তার ঘূর্ণিতে সাজঘরে ফেরেন জর্জিয়া প্লিমার। একই ওভারে রান আউট হয়ে ফিরে যান অভিজ্ঞ সুজি বেটস (২৯ বলে ৩৩)।
দুটি দ্রুত উইকেট হারানোর পর দায়িত্ব নেন অধিনায়ক সোফি ডেভিন ও ব্যাটার ব্রুক হালিডে। দুজনের জুটি নিউজিল্যান্ডকে স্থিতিশীলতা এনে দেয়। ডেভিন করেন ৮৫ বলে ৬৩ রান, আর হালিডে ১০৪ বলে ৬৯ রান করে ফেরেন। নিশিতা আক্তার নিশির বলে ফেরেন ডেভিন, আর ফাহিমা খাতুন ভেঙে দেন হালিডের প্রতিরোধ।
ইনিংসের শেষ ভাগে বাংলাদেশের বোলাররা কিছুটা বিক্ষিপ্ত বোলিং করেন, আর সেটির সুযোগ নিয়েই কিউইরা ২০০ ছুঁয়ে ফেলে। শেষ দিকে লিয়া তাহুহু ৪ বলে ১২ রানের দ্রুত ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২২৭ রানে। বল হাতে সবচেয়ে সফল রাবেয়া খান, নিয়েছেন ৩ উইকেট। তাকে সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, নাহিদা আক্তার ও মারুফা আক্তার-প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।
২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নামবে বাংলাদেশ নারী দল। স্পিনবান্ধব উইকেটে রান তাড়া করা সহজ হবে না!
Discussion about this post