ইনজুরি থেকে কিছুতেই মুক্তি মিলছে না তার। অনেক দিন ধরেই ভুগছেন পিঠের সমস্যায়। মোহাম্মদ সাইফ উদ্দিনকে এবার মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে। এই চোটের উন্নত চিকিৎসার জন্য সাইফকে কাতার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তার পাশাপাশি ইনজুরি থেকে মুক্তি পেতে কাতারে যাচ্ছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার অভিষেক দাস ও তরুণ পেসার আশিকুর জামান।
সব ঠিক থাকলে আগামী শনিবার কাতারে যাবেন সাইফ, অভিষেক ও আশিকুর। দোহার স্পোর্টস মেডিসিনের বিশেষায়িত একটি হাসপাতালে চিকিৎসা চলবে তাদের। সাইফের মতোই পিঠের চোটে জর্জরিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য অভিষেক। যুব বিশ্বকাপের পরই পেসার আশিকুর কুচকির সমস্যায় আছেন।
সাইফ সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেন। ১২টি ম্যাচ তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লিগের অলিখিত ফাইনালে পিচের ওপর পড়ে যান তিনি। তারপর আর স্বীকৃত ক্রিকেট কোনো ম্যাচ খেলা হয়নি তার। বাংলাদেশের হয়ে ২৯ ওয়ানডে ও ৩৪ টি-টুয়েন্টি খেলা সাইফকে ভাবা হচ্ছিল আগামীর তারকা হিসেবে। কিন্তু এই অলরাউন্ডারকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত অক্টোবরে। ইনজুরি থাকে স্বস্তি দিচ্ছে না।
যুব বিশ্বকাপ জয়ের পর থেকেই পেসার অভিষেক দাসের ক্যারিয়ার থমকে আছে। পিঠের চোটে কাবু তিনি। মাঝে ভারতে অস্ত্রোপচার হলেও সুস্থ হননি। সাইফউদ্দিনের সঙ্গে কাতারে পাঠানো হচ্ছে। সবশেষ বিপিএলের পর থেকে চোটের সঙ্গে লড়াই করা পেসার আশিকুর রহমানকেও পাঠানো হবে কাতারে। এই তিন ক্রিকেটারের সঙ্গে যাবেন বিসিবির চিকিৎসক ডা. মনজুর হোসেইন চৌধুরী।
Discussion about this post