নিশ্চিত করেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ! শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা আক্রান্ত হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বিসিবির সহকারী চিকিৎসক মনজুর হোসেন বলেন, ‘সাকিব আল হাসান মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। কোভিড প্রটোকল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার টেস্ট জরুরি ছিল। সকালে তার কোভিড টেস্ট করানো হয়। রাতে আমরা রিপোর্ট পেয়েছি। কোভিড টেস্টে পজিটিভ সাকিব। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তিনি।’ সঙ্গে আরও যোগ করলেন, ‘সাকিবের কোভিড উপসর্গ রয়েছে। তার আইসোলেশনের প্রক্রিয়া হচ্ছে তিনি বাসায় থাকবেন পাঁচ দিন। ১৪ তারিখ তার আইসোলেশন শেষ হবে। এরপর তিনি চাইলে টিমের সাথে যোগ দিতে পারবেন।’
লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে সাকিবের খেলার কোনো সুযোগ নেই। কারণ বিসিবির কোভিড প্রটোকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। ১৫ মে চট্টগ্রামে শুরু সিরিজের প্রথম টেস্ট।
বিসিবি এনিয়ে জানিয়েছে- দেশে ফিরে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকল অনুযায়ী সাকিব পিসিআর ও র্যাপিড এন্টিজেন টেস্ট করান। দুটো পরীক্ষাতেই তার কোভিড পজিটিভ এসেছে। এমনিতে সাকিবের করোনার উপসর্গ রয়েছে। তিনি অসুস্থ। সাকিবকে বাধ্যতামূলক চার দিনের আইসোলেশনে রেখেছে বিসিবি চিকিৎসা বিভাগ।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যান সাকিব। শ্রীলঙ্কা সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হলে অতিরিক্ত দুদিনের ছুটি নেন তিনি। ১২ মে দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সর্বনাশ।
অবশ্য ঢাকা টেস্টে খেলতে পারেন সাকিব। মিরপুরে ২৩ মে শুরু লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
Discussion about this post