ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মরণ ব্যাধি করোনাভাইরাসের কারণে আপাতত স্থগিত দেশের সব ধরণের ক্রিকেট লিগ। স্বাভাবিকভাবেই পুরুষদের মতো বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে নারী ক্রিকেটাররা। ব্যাপারটি বেশ আগেই অনুধাবণ করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি সালমা খাতুন-রোমানা আহমেদদের পাশে দাঁড়িয়েছে। জন প্রতি এককালীন ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
যে ক্রিকেটাররা ২০১৮-১৯ মৌসুমে প্রমীলা জাতীয় লিগে এবং ২০১৯-২০ মৌসুমে বিসিবির জাতীয় দলের ক্যাম্পে অংশ নিয়েছিলেন, তাদের প্রত্যেকেই বোর্ডের পক্ষ থেকে এককালীন ২০ হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন। এমনটাই জানিয়েছে বিসিবি। এ ব্যাপারে সংস্থাটির সভাপতি
নাজমুল হাসান পাপন বলেন, ‘পুরুষ ক্রিকেটারদের মত, বেশিরভাগ নারী ক্রিকেটারও উপার্জনের জন্য ঘরোয়া টুর্নামেন্টগুলোর উপর নির্ভর করেন। নারী ক্রিকেটারদের একটি ট্রেনিং ক্যাম্পের সূচিও প্রস্তুত ছিল, যেটা কোভিড-১৯’র জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্রিকেটাররা ক্রিকেট ছাড়া সময় অতিক্রান্ত করতে বাধ্য হচ্ছেন, এমন সময়ে তাদের আমাদের সমর্থন প্রয়োজন।’
এর আগে পুরুষ ক্রিকেটারদের এককালীন জন প্রতি ৩০ হাজার টাকা দেয় বিসিবি। মূলত এরপরই দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির কাছে অনেকেই প্রশ্ন রাখেন, নারী ক্রিকেটারদের কি হবে। পরে অবশ্য নিজেদের মধ্যে আলোচনা করে বিসিবি সিদ্ধান্ত নেয় নারীরা পাবে আর্থিক সহায়তা। এবার সেটাই খোলাশা করেছেন বিসিবি বস। তাতে দারুণ খুশি সালমা-রোমানারা।
Discussion about this post