ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরন ভেস্তে গেছে। তার আগেই টাইগারদের সুরক্ষা বলয়ও ভেঙে ফেলা হয়েছে। তবে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের যেন করোনা ছুঁতে না পারে এজন্য শতাধিক টেস্টের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। যার শুরুটা হয়েছে বুধবার।
জাতীয় দলের স্কিল ক্যাম্প ফের শুরু হবে বৃহস্পতিবার থেকে। তার আগে বুধবার ক্রিকেটার থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ দল এবং টিমের সাপোর্ট স্টাফসহ শতাধিক জনের করোনা টেস্টের কার্যক্রম শুরু করেছে বিসিবি। সব মিলিয়ে সংস্থাটি ক্রিকেটারদের করোনা থেকে দূরে রাখতে সতর্ক।
করোনা টেস্টের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের ২৭ জনকেই ডেকেছে বিসিবি। এদিকে ২২ সেপ্টেম্বর করোনা পজিটিভ হওয়া পেস বোলার আবু জায়েদ রাহীরও পুনরায় টেস্ট করানো হয়েছে। এ ব্যাপারে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরি বলেছেন‘যেহেতু সবারই টেস্ট আমরা করছি এবং রাহীর এ মুহূর্তে তেমন কোনো সমস্যা নেই, সে জন্য তারটাও করা হচ্ছে।’
লঙ্কা সফর ভেস্তে গেলেও মাঠের ক্রিকেট ফেরাতে তৎপরবিসিবি। তারই অংশ হিসেবে এবার জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে ভাগ হয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। তাই নতুন করে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করানো হবে তাদের। করোনা টেস্টে উত্তীর্ণ হলে হোটেলে আইসোলেশনে থেকে বৃহস্পতিবার থেকে পুনরায় স্কিল ক্যাম্প শুরু করবে ক্রিকেটাররা। এ অনুশীলন চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
করোনা টেস্টের জন্য এবার জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াডের ২৮ জন, বিসিবি কোচ এবং সাপোর্ট স্টাফদেরও ডেকেছে বিসিবি। এরপর যুবারা ৪ সপ্তাহের স্কিল ট্রেনিং করবেন। এ সময় নিজেদের মধ্যে ৫টি ওয়ানডে খেলবে তারা। ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা আগামী ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর। এরপরই নির্বাচন করা হবে চূড়ান্ত দল।
এদিকে হোটেলে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিতকরণে সেখানকার কর্মকতা, কর্মচারী এবং টিম বাসের চালকদেরও করোনা টেস্ট বিসিবি নিজেদের উদ্যোগেই করবে। এখানে আছেন প্রায় ৩২ জনের মতো। ফলে সবমিলিয়ে প্রায় শতাধিক করোনা টেস্ট করাবে বিসিবি। সংস্থাটির এমন উদ্যেগ ক্রিকেট মহলে বেশ প্রশংসিত হয়েছে।
Discussion about this post