বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে যুক্ত হলেন দেশের করপোরেট দুনিয়ার পরিচিত মুখ রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করেছে। এর মধ্য দিয়ে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।
বিসিবির নির্বাচনের পর এনএসসি দুজন কাউন্সিলর মনোনীত করে। তাদের একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা ও বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি সামনে এলে এনএসসি তাকে সরিয়ে রুবাবাকে মনোনয়নের সিদ্ধান্ত নেয়। আজ এনএসসির চিঠিতে উল্লেখ করা হয়, ইসফাক আহসান পদত্যাগ করেছেন।
রুবাবা দৌলার নাম আসার পর থেকেই ক্রিকেট মহলে ইতিবাচক সাড়া পাওয়া যায়। কারণ তিনি কেবল করপোরেট খাতের সফল নির্বাহী নন, দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গেও যুক্ত। বর্তমানে তিনি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পদে থেকে কাজ করেছেন তিনি।
ক্রীড়াপ্রেমী রুবাবা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন। সেই সময়ই তিনি নারী ক্রীড়া ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের উন্নয়নে কাজ করেছেন, ছিলেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও। গ্রামীণফোনে থাকাকালীন সময়ে (১৯৯৮–২০০৯) তিনি ছিলেন দেশের ক্রীড়াবিপণনের অন্যতম মুখ। তার নেতৃত্বে গ্রামীণফোন ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর, আর ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন কাউন্সিলর হিসেবে রুবাবা দৌলা প্রথমবারের মতো সেই সভায় অংশ নিতে পারেন। এনএসসির অপর মনোনীত সদস্য হচ্ছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
			
                                








Discussion about this post