ক্রিকবিডি২৪.কম ডেস্ক
সেরা সময়টা যেন পেছনে ফেলে এসেছে অস্ট্রেলিয়া। কিছুতেই ম্যাচ জয়ের ধারাবাহিকতা নেই। বল টেম্পারিং কেলেঙ্কারির পর থেকেই পথ হারিয়েছে দলটি। এবার তাদের ঘরের মাঠে দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। অজিদের অনায়াসে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে প্রোটিয়রা। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪০ রানে জিতল তারা। একইসঙ্গে জিতে নিয়েছে সিরিজও।
তিন ম্যাচ সিরিজে ছিল ১-১ সমতা। শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। যেখানে প্রোটিয়াদের মুখেই হাসি। রোববার হোবার্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সফরকারীরা। ডেভিড মিলার আর ফাফ দু প্লেসিসের দুর্দান্ত ব্যাটিংয়ে দল তুলে ৩২০ রান। অজিদের মাঠে দু’জন গড়েন নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি রানের জুটি।
ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ায় বিপক্ষে সফরকারী দলের সেরা জুটির রান ২৩৭। ২০০৩ সালে সিডনিতে শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও সনাথ জয়াসুরিয়া তুলেন এই রান। এবার তাদের টপকে মিলার-প্লেসিস গড়েন ২৫২ রানের জুটি। এরমধ্যে ইনিংসের শেষ ১৫ ওভার প্রোটিয়ারা তুলে ১৭৪ রান।
রিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি তুলেন দু প্লেসিস। ১১৪ বলে ১৫ চার ও দুই ছক্কায় করেন ১২৫ রান। মিলার তুলেন ১৩৯ রান।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার ৩৯ রানেই শেষ তিন উইকেট। তারপর আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন মিচেল মার্শ। মার্কাস স্টয়নিসের সঙ্গে গড়েন ১০৭ রানের জুটি। তারপর অ্যালেক্স কেয়ারিকে নিয়ে গড়েন ৮০ রানের জুটি। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মার্শ। ১০২ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১০৬ রানে তিনি বিদায় নিতেই সবশেষ। পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদা তুলে নেন তিনটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩২০/৫ (ডি কক ৪, হেনড্রিকস ৮, মারক্রাম ৩২, দু প্লেসি ১২৫, মিলার ১৩৯, ক্লাসেন ১*, প্রিটোরিয়াস ১*; স্টার্ক ২/৫৭, হেইজেলউড ১/৫৩, স্টয়নিস ২/৭০)
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮০/৯ (ফিঞ্চ ১১, মার্শ ১০৬, হেড ৬, স্টয়নিস ৬৩, ক্যায়ারি ৪২, ম্যাক্সওয়েল ৩৫, কামিন্স ৭*; স্টেইন ৩/৪৫, এনগিডি ১/৫৬, রাবাদা ৩/৪০, প্রিটোরিয়াস ২/৬১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যাচসেরা: ডেভিড মিলার
Discussion about this post