শেষ পর্যন্ত দুঃসংবাদটা শুনতেই হল। ওয়ানডে সিরিজের বাকী দুই ম্যাচে আর খেলা হচ্ছে না মুশফিকুর রহীমের। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়ে দিলেন, দুই সপ্তাহ খেলতে পারবেন না এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন তিনি। এরপরই তাকে নিয়ে ছিল ৪৮ ঘন্টার টেনশন।
শুধু ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ নয়, টি-টুয়েন্টি সিরিজেও দেখা যাবে না মুশফিককে। সবকিছু ঠিকমতো এগিয়ে না গেলে প্রথম টেস্টেও দেখা যাবেনা তাকে। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান খেলবেন তার জায়গায়।
দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার মুশফিকের বদলে অভিষেক হয়ে যাবে নুরুল হাসানের।
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার ইনিংসের ৩৯তম ওভারে রান নিতে গিয়ে পড়ে যান মুশফিকুর রহীম। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৪৮ বলে ৪২ রানে ছিলেন তিনি। তারপর উঠে দাঁড়াতেই পারছিলেন না। অবশেষে মুশফিক রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান।
এদিকে কোচ হাথুরুসিংহে জানালেন, ‘এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই সপ্তাহ লাগে। এর আগে যদি ও ফিরে আসে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। তাঁকে হারানোটা অবশ্যই বড় এক ধাক্কা।’
কোচের বিশ্বাস দ্রুত ফিরবেন মুশফিক। বুধবার দ্বিতীয় ওয়ানডের আগের দিন বললেন ‘চোট থেকে সেরে উঠতে চেষ্ঠায় করছে মুশি। আশা করছি ও সময়ের আগই ফিরবে।’
Discussion about this post