ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নজর কাড়া কোন নৈপুন্যে নয়, সতীর্থদের ব্যর্থতা আর ইনজুরির সুযোগেই ফের জাতীয় দলে ডাক পেলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। এশিয়া কাপের মাঝ পথে সংযুক্ত আরব আমিরাত থেকে ডাক পেলেন এই দুই ওপেনার। শনিবারই মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার কথা তাদের।
অনেকটা নিরুপায় হয়ে এই দুই ওপেনারকে ডেকেছে টিম ম্যানেজম্যান্ট। চোটে পড়ে এরইমধ্যে এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিম ইকবালের। এরপর লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর জুটি সাফল্য পাচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে ফ্লপ। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে শুক্রবার ভারতের সঙ্গেও রান পেলেন না তারা।
এ কারণেই শুক্রবার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে দলে নেওয়া হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমের কাছে এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
ইমরুল ও সৌম্য সরকার বিসিবির প্রস্তুতি ম্যাচ খেলতে খুলনায় ছিলেন। শুক্রবার দু’জন খেলেছেনও। ২ রানের জন্য হাফসেঞ্চুরি পানন নি সৌম্য। শনিবারও মাঠে থাকার কথা ছিল তাদের। কিন্তু শুক্রবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তারা।
সব কিছু ঠিক থাকলে শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত যাবেন সৌম্য-ইমরুল। এক বছর পর আবারো ইমরুলের ওয়ানডে খেলার সুযোগ এসেছে।
Discussion about this post