এশিয়ান গেমসে স্বর্ন পদক ধরে রাখার মিশনে শুক্রবার শক্তিশালী দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, নাসির হোসেনদের মতো তারকারা আছেন ১৫ সদস্যের চূড়ান্ত দলে।
একই দিন ঘোষণা করা হল এশিয়ান গেমস ক্রিকেটের বাংলাদেশ নারী দলও। সালমা খাতুন থেকে শুরু করে জাতীয় দলের প্রায় সবাই আছেন দলে।
এইতো আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হচ্ছে এশিয়ান গেমস।
এই গেমস মিস করছেন মুশফিকুর রহীম। বিয়ে করার জন্য সেই সময়টাতে ছুটিতে থাকবেন মুশফিক। নেই শৃংখলা ভঙ্গের কারন দেখিয়ে ৬ মাস নিষিদ্ধ থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানও।
টি-টুয়েন্টি লড়াইয়ের নতুন মুখ হিসেবে আছেন মুক্তার আলী। গতবারের গতবারের স্বর্নজয়ী দলের সদস্য শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমানও আছেন দলে।
চীনের গুয়াংজুতে গত এশিয়াডে আফগানিস্তানকে হারিয়ে ক্রিকেটে প্রথম সোনার পদক জিতে বাংলাদেশ।
বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফর শেষে থেকে ফিরবে আগামী ২০ সেপ্টেম্বর। গেমস শুরু ১৯ সেপ্টেম্বর। যদিও গেমস ক্রিকেট শুরু হবে ৭ দিন পর।
পুরুষ দল-
তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মো. মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, আল আমিন এবং তাসকিন আহমেদ।
নারী দল-
রুমানা আহমেদ, শায়লা শারমিন, লতা মণ্ডল, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোহেলি আক্তার এবং শাহনাজ পারভীন।
Discussion about this post