দল গড়ার সময়ই ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন নির্বাচকরা। এবার প্রত্যাশিত সেই ঘঠনাই ঘটল। এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ পুরুষ দলকে নেতৃত্ব দেবেন পেস বোলার মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বোর্ড সভা শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলে দেখা যেতে পারে সাকিব আল হাসানকেও।
এইতো চীনের গুয়াংজুতে গত এশিয়ান গেমসে স্বর্নপদক জিতেছিল বাংলাদেশ। সেই দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সেই সাফল্যের পুনরাবৃত্তি। তাইতো এবারও ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল বোর্ড।
দলে নেই অধিনায়ক মুশফিকুর রহীম। ২৭ সেপ্টেম্বর বিয়ে করছেন তিনি। এ কারনে ছুটি নিয়েছেন মুশফিক।
দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। যদিও গেমস ক্রিকেট শুরু হবে ৭ দিন পর।
বাংলাদেশ পুরুষ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মুক্তার আলী, আল আমিন এবং তাসকিন আহমেদ।
Discussion about this post