আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই সময়সূচিতে এসেছে ব্যাপক পরিবর্তন। নির্ধারিত ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির খেলার সময় পরিবর্তন করে নতুন সময় ঘোষণা করেছে আয়োজকরা।
এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচগুলো। বাংলাদেশ সময় অনুযায়ী তা রাত ৮টা ৩০ মিনিট। একমাত্র ব্যতিক্রম ১৫ সেপ্টেম্বরের খেলা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিন আমিরাত ও ওমান মুখোমুখি হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে আবুধাবিতে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পূর্বের আসরের তুলনায় এবার অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়েছে। আট দল নিয়ে হচ্ছে এবারের প্রতিযোগিতা। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, স্বাগতিক আমিরাত এবং ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
ম্যাচ শুরুর সময় পরিবর্তন হওয়ায় বাংলাদেশি দর্শকদের জন্য টেলিভিশনে খেলা দেখার সময়ও একটু পিছিয়েছে। রাত সাড়ে আটটায় শুরু হওয়ায় অনেকেই অফিস শেষে স্বাচ্ছন্দ্যে ম্যাচ উপভোগ করতে পারবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
Discussion about this post