আগের দিনই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার লিওনেল মেসি ঝড়! তার হ্যাটট্রিকে বুধবার আয়াক্স আমস্টারডামকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
বার্সার হয়ে এটি মেসির ২৪তম হ্যাটট্রিক। ৩ গোল করে জার্মান কিংবদন্তি গার্ড মুলার ও ডাচ স্ট্রাইকার রুদ ফন নিস্টলরয়ের পাশে এখন তিনি। তাদের মতো চ্যাম্পিয়ন্স লিগে মেসিরও গোল ৬২টি। সামনে এখন আন্দ্রেই শেভচেঙ্কো (৬৭), ফিলিপ্পো ইনজাগি (৭০) এবং রাউল গনজালেস (৭৬)।
এইচ গ্রুপের আরেক ম্যাচে ২-০ গোলে সেল্টিককে হারিয়েছে এসি মিলান।
দেখে নিন মেসির হ্যাটট্রিক-
http://youtu.be/LImbt5Qr84A









Discussion about this post