সপ্তাহ দুয়েক ধরেই শঙ্কায় কেটেছে সময়। হোটেল বন্তি থেকে কিছুটা হাঁপিয়েও উঠেছিলেন ক্রিকেটাররা। অবশ্য করোনা কালে খেলা মানেই ভোগান্তি। সেই ভোগান্তি শেষে এবার মাঠে ফেরার সুযোগ পেলেন টেস্ট দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে সবশেষ করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেন দলের প্রতিটি সদস্য।
বাংলাদেশের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ জানিয়ে দিলেন, মঙ্গলবার থেকে অনুশীলন করতে পারবে বাংলাদেশ দল।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‘গতকাল (রোববার) আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল এখানে। আজ সকালে ফল এসেছে, আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল (মঙ্গলবার) বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। সকাল সোয়া ১০টা থেকে আমাদের অনুশীলন শুরু হবে লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে জিমের সুযোগটাও পাব আমরা।’
করোনার এই সময়ে নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন এক অঅতঙ্কের নাম। গত ৮ ডিসেম্বর মুমিনুল হকের দল ছেড়েছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডে পা দিয়েই দল আছে কোয়ারেন্টাইনে। এ অবস্থায় সুজন বলেন, ‘অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’
দেশ ছাড়ার পর দুবাই থেকে একই ফ্লাইটে নিউজিল্যান্ড যাওয়া এক যাত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর সফরকারীদের ৯ সদস্যকে দেওয়া হয় ইয়েলো ব্যান্ড। অন্য ১৯ সদস্য পান ব্লু ব্যান্ড। এখন নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জনকেও ইয়েলো ব্যান্ড দিলেন।
এ অবস্থায় ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। ২০২২ সালের প্রথম দিন মানে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
Discussion about this post