ঢাকা পর্ব আপাতত শেষ। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার বন্দনগরী চট্টগ্রামে। ঢাকার মিরপুরের শেরোংংলায় চার দিনে হয়েছে ৮ ম্যাচ। এখানে সর্বোচ্চ রান আর সবচেয়ে বেশি উইকেট সবই দেশি ক্রিকেটারদের। সব মিলিয়ে বিদেশিদের চেয়ে ভাল করেছেন দেশের ক্রিকেটাররাই।
৪ ম্যাচ শেষে ১২৪ রান নিয়ে শীর্ষে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে ২ ম্যাচে সাত উইকেট নিয়ে শীর্ষে স্পেনার নাজমুল ইসলাম অপু। সেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে দেশি আছেন তিনজন, বোলিংয়ে পাঁচজনের চারজনই বাংলাদেশের।
এদিকে ২৮ জানুয়ারি থেকে বিপিএল জমবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরইমধ্যে চট্টগ্রামের হাজির দলগুলো। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিন ম্যাচে দুই জয় নিয়ে ছন্দে মেহেদী হাসান মিরাজের দল।
এদিন চট্টগ্রামের আকাশও ছিল অন্ধকার। এরমধ্যেই চলেছে অনুশীলন। ছয় দলই অনুশীলন করল। মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স অনুশীলন করে দুপুরের পর। বিকেলে চট্টগ্রামে পা রাখে বরিশাল, কুমিল্লা ও খুলনার ক্রিকেটাররা। কুমিল্লা দুই ম্যাচের দুটি জিতে চপা রাখল বন্দরনগরীতে। খুলনা দুই ম্যাচের একটিতে তুলেছে জয়। সাকিব আল হাসানের বরিশাল তিন ম্যাচে হেরেছে দুটিতে।
২৮ জানুয়ারি মাঠের লড়াই। বিপিএল চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স।
Discussion about this post