সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে হার মেনেছিল শ্রীলঙ্কা। এবার সেই হারের প্রতিশোধ নিল তারা। দ্বিতীয় ওয়ানডেতেই লঙ্কানরা পাকিস্তানের বিপক্ষে তুলে নিল ৭৭ রানের সহজ জয়।
হাম্বানটোটায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে তারা তুলে ৩১০ রান। মাহেলা জয়াবর্ধানের ব্যাট থেকে আসে ৬৭ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৯৩। মাত্র ৩৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। ওয়াহাব রিয়াজ ৪ উইকেট নেন ৬৫ রানে।
এরপর জবাব দিতে নেমে ৪৩.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
অথচ এক পর্যায়ে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ছিল ১১৪। আহমেদ শেহজাদ করেন ৫৬ রান। মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ৬২।
আসলে ম্যাচটাই ছিল থিসারা পেরেরার। বল হাতেও সফল তিনি। ৩ ওভার বল করে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচসেরা তিনি ছাড়া আবার কে?
এ অবস্থায় সিরিজে ১-১ সমতা। শনিবার ডাম্বুলায় তৃতীয় ও শেষ ওয়ানডে যে জিতবে সিরিজ তাদেরই।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১০/৯ (থারাঙ্গা ২৭, জয়াবর্ধনে ৬৭, ম্যাথুস ৯৩, থিসারা ৬৫; ওয়াহাব ৫/৬৫, হাফিজ ৩/৩৯)
পাকিস্তান: ৪৩.৫ ওভারে ২৩৩ (শেহজাদ ৫৬, হাফিজ ৬২, মিসবাহ ৩৬, ফাওয়াদ ৩০; থিসারা ৩/১৯, প্রসন্ন ২/৩৬, হেরাথ ২/৩৮, মালিঙ্গা ২/৫৬)
ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী
ম্যাচসেরা: থিসারা পেরেরা।
Discussion about this post