ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের সন্তানের বাবা হয়েছেন মোহাম্মদ আশরাফুল। এবার তার ঘরে আলো করে এসেছে ছেলে সন্তান। শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত নিশ্চিত করেছেন আশরাফুল।
ছেলে বাবার হওয়ার পর আশরাফুল বলেছেন, ‘ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
এরআগে ২০১৫ সালের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলোকিত করতে ২০১৬ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে ১৭৮ ম্যাচে ৩৪৬৮ রান করেছেন আশরাফুল। এদিকে দেশের জার্সিতে ৬১ টেস্টে তার মোট রান ২৭৩৭। অন্যদিকে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৪৫০ রান করেছেন তিনি।
Discussion about this post