মেলবোর্ন টেস্টে শুক্রবার কোনো বল খেলার সুযোগ পাননি অ্যালিস্টার কুক। তার আগেই অন্যপ্রান্তের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন আউট। তারপরও ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ২৪৪ রানে অপরাজিত থেকে ৪৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেলেন এই ইংলিশ ক্রিকেটার।
১৯৭২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে নেমে গ্লেন টার্নার অপরাজিত ছিলেন ২২৩ রানে। এদিকে অ্যাশেজে ১৯৭৯ সালের পার্থ টেস্টে জিওফ্রে বয়কটও গড়েছিলেন এই রেকর্ড। কিন্তু এবার সবাইকে ছাড়িয়ে অনন্য এ রেকর্ডটি নিজের দখলে নিলেন কুক।
এখন পর্যন্ত ২ হাজার ২৮৯টি টেস্টে ওপেনিংয়ে নেমে অপরাজিত থাকার ঘটনা ঘটেছে মাত্র ৫২ বার। চলতি বছর প্রথমবার এই কীর্তি গড়লেন করলেন কুক। ৪০৯ বল খেলেছেন, উইকেটে ছিলেন ৪০৯ মিনিট।
কুকের আগে সবশেষ ইংলিশ ব্যাটসম্যান হয়ে এমন কীর্তি গড়েছিলেন ২০ বছর আগে সাবেক অধিনায়ক মাইক আথারটন। ১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
মেলবোর্নে কোনো রান যোগ না করেই ৪৯১ রানে বাকি ১ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের (৩২৭) চেয়ে ১৬৪ রানে এগিয়ে যায় সফরকারীরা। জবাব দিতে নেমে দলীয় ৫৯ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। এরপর ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ হাল ধরেন স্বাগতিক ইনিংসে। তবে তাদের বেশি কিছু করতে হয়নি। যা করার সব করে দিয়েছে লাঞ্চের পরপরই আসা বেরসিক বৃষ্টি। তাইতো ৪৬ ওভার আগেই এদিন দিনের খেলা শেষ করতে হয়েছে ম্যাচ অফিসিয়ালদের।
Discussion about this post