গত কয়েক মাস ধরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল-আবারো টেস্ট ক্রিকেটে ফিরবেন মাশরাফি বিন মর্তুজা। যদিও এনিয়ে নিজে সরাসরি কিছু বলেন নি। তবে এবার বড় একটা সার্টিফিকেট মিলল। ইচ্ছে করলেই ফের সাদা পোশাকে বাংলাদেশের হয়ে ফেরার আগ্রহটা দেখাতে পারেন এই অলরাউন্ডার।
৩৪ বছর বয়সী মাশরাফিকে টেস্ট খেলার জন্য প্রস্তুত বললেন চিকিৎসক, অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যবিদ ডেভিড ইয়াং। যিনি ৬ বার অস্ত্রোপচার করে ইনজুরি থেকে ফিরিয়ে এনেছেন টাইগার ক্রিকেটারকে। ডেভিড ইয়াং মিরপুরের শেরেবাংলায় বলছিলেন, ‘দেখুন, প্রতিটি দলেরই একজন নেতা প্রয়োজন। যিনি শুধু ক্রিকেটার হিসেবেই নন, সবসময়ই একজন নেতার ভূমিকা পালন করবেন। সে তার দলের প্রয়োজনে অবশ্যই টেস্ট খেলবে। বিষয়টি এমন না যে তাকে সেরা খেলোয়াড় হতে হবে অথবা সুপারস্টার হতে হবে। আমার মনে হয় মাশরাফি টেস্ট খেলার মতো অবস্থায় আছে।’
মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি বিসিবি’র চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের সঙ্গে কর্মশালা শেষে সংবাদ মাধ্যমের সামনে ডেভিড ইয়াং মুখোমুখি হন গণমাধ্যমের। ইনজুরি আক্রান্ত হাঁটুতে সাতবার অস্ত্রোপচারের পর মাশরাফি সবশেষ টেস্ট খেলেন ২০০৯ সালে। এরপর ইচ্ছে থাকা সত্বেও সাদা পোশাকে বাংলাদেশের হয়ে মাঠে নামা হয়নি।
মাশরাফিকে নিয়ে ডেভিড ইয়াং বললেন, ‘মাশরাফি একজন পেশাদার প্লেয়ার, ও দেশের প্রয়োজনে নিবেদিত প্রাণ। এটা আমার জন্য আনন্দের যে ওর ক্যারিয়ারে অল্প সময়ের জন্য হলেও আমি ছিলাম। ওর যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হলো মানুষ হিসেবে সে অসাধারণ। আর ওর হৃদয়টা অনেক বড়। আমি বলবো ওকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের গর্ব করা উচিত। ও বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় এক দূত।’ মাশরাফির হাঁটুতে সবশেষ অস্ত্রোপচার হয়েছে ২০১১ সালে।
ক্যারিয়ারের শুরু হতেই ইনজুরির সঙ্গে লড়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। ইনজুরি তার পায়ে পায়ে হেটেছে। কিন্তু বারবারই স্রোতের বিপরীতে লড়াই করে ফিরে এসেছেন তিনি। আর হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের সারথী। হার মানাটা নেই তার অভিধানে।এখনো চোট আক্রান্ত হাঁটুতে ক্যাপ পড়ে মাঠে নামেন তিনি। ইনজুরির কারণেই টেস্ট খেলার স্বপ্নটাও বিসর্জন দিতে হয়েছে তাকে। কিন্তু সময়ের সঙ্গে যুদ্ধ করে আবারো সেই পুরনো আস্থা ফিরে পেয়েছেন ম্যাশ। টেস্ট খেলার জন্য অনেকটাই প্রস্তুত এখন মাশরাফি!
Discussion about this post