ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বছরখানেক ধরেই তিনি নেই জাতীয় দলে। গতবছর ফিরলেও জায়গাটা পোক্ত করে নিতে পারেন নি। তাই বলে অবশ্য হাল ছেড়ে দেননি এনামুল হক বিজয়। ফের জাতীয় দলে ফেরার লড়াইয়ে সামিল এই ব্যাটসম্যান। তার অংশ হিসেবেই এবার সেঞ্চুরি পেলেন তিনি। শনিবার খুলনায় আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে তিন অঙ্কের দেখা পেলেন বিজয়।
ম্যাচের দ্বিতীয় দিনে এনামুলের অপরাজিত শতকের পরও বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয়ে করে ২৫৩ রান। এরপর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার ম্যাচে বোলাররা বেশ লড়েছেন। দ্বিতীয় দিনশেষে আফগানিস্তান ‘এ’ দল ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৩৫ রান।
তবে ইমরুল কায়েস আগের দিন অধিনায়ক ফেরেন কোন রান না তুলে। আগের দিন ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করে বাংলাদেশ ‘এ’ দল। শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আরও ১৩৬ রান করে অলআউট হয় স্বাগতিকরা।
আফিফ হোসেন ধ্রুব-এনামুল জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে স্বাগতিকরা। এই জুটিতে যোগ হয় ৮৯ রান। আফিফ করেন ৫০ রান। শেষ পর্যন্ত আউট করা যায়নি বিজয়কে। তিনি অপরাজিত ১২১ রানে। ২০৫ বল খেলে ১৪টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে এই রান করেন তিনি। আফগান বোলারদের মধ্যে ইয়ামিন আহমেদ ও কায়েস আহমেদ ৩টি করে ও নাভিদুল মুরাদ ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ‘এ’ দল ৫ উইকেট হারিয়ে তুলে ১৩৫ রান। দলের ওসমান গনি ৩৯, ইব্রাহিম জর্ডান ৩৭ রান করেন। সানজামুল ইসলাম ৪৮ রান খরচায় ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন সালাহ উদ্দিন শাকিল ও কামরুল ইসলাম রাব্বী।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল: (আগের দিন শেষে ১১৯/৪) ৭৮.৩৫ ওভারে ২৫৩ (এনামুল ১২১*, আফিফ ৫০, তানবীর ১, সানজামুল ৬, রাব্বি ১, সুমন ০, শাকিল ২; আহমাদজাই ১৭-৪-৫৭-৩, নাভিন ১৮.৩-২-৬০-২, কায়েস ২৬-৩-৮০-৩, উসমান ৩-২-৪-০, ইব্রাহিম ১-১-০-০, আশরাফ ১৩-৩-৩৮-১)
আফগানিস্তান ‘এ’ দল: ৪১ ওভারে ১৩৫/৫ (উসমান ৩৯, ইবরাহিম ৩৭, বাহির ১৪, নাসির ০, শাহিদউল্লাহ ২২*, রাসুলি ১৩, আফসার ৯*; সুমন ৯-১-২৬-০, ৮-০-৩৯-১, সানজামুল ১৫-২-৪৮-৩, রাব্বি ৬-২-১৬-১, আফিফ ১-০-৫-০, তানবীর ২-১-১-০)।
Discussion about this post