শ্রীলঙ্কা সফরের শেষ দিন, শেষ ম্যাচ, আর শেষ সুযোগ-সব মিলিয়ে এক রকম ফয়সালার মঞ্চেই নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। ফলে আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। জয় মানেই সিরিজ নিজেদের করে নেওয়া, আর হার মানেই পুরো সফরে শুধু হতাশাই।
আজ বুধবার সন্ধ্যা ৭:৩০টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। বাংলাদেশের সামনে সুযোগ শুধু সিরিজ জেতার নয়, পুরো সফরটিকেই ইতিবাচকভাবে শেষ করার।
টেস্ট ও ওয়ানডে সিরিজে হারলেও টাইগাররা টি-টোয়েন্টিতে হার মানেনি। প্রথম ম্যাচে বাজে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। সেই জয় এনে দিয়েছে আত্মবিশ্বাস, জুগিয়েছে নতুন শক্তি। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।
বিশেষ করে ব্যাটিং লাইনআপে ফের ছন্দে ফিরেছেন লিটন দাস। তার সঙ্গে ওপেনিংয়ে নতুন মুখ পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের জুটি নজর কেড়েছে। বোলিং ইউনিটও ছিল নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক। দ্বিতীয় ম্যাচের মতো ফিল্ডিংয়ে একাগ্রতা থাকলে আজকের ম্যাচে জয়টা ধরা দেওয়ার সম্ভাবনা প্রবল।
তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কার মতো ব্যাটাররা ছন্দে আছেন। বোলিংয়ে থিকশানা, থুসারা, ফার্নান্দোরা নিয়মিত চাপ সৃষ্টি করছেন। দ্বিতীয় ম্যাচের হার শোধ নিতে তারাও নামবে আগ্রাসী মনোভাব নিয়ে।
বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে এক-দুইটি পরিবর্তন। অফস্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে মাঠে দেখা যেতে পারে শেখ মেহেদী হাসানকে। পাশাপাশি পেস আক্রমণে সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ কিংবা তানজিম হাসান সাকিব।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ:
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী/মিরাজ, মুস্তাফিজ/তাসকিন/সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।
শ্রীলঙ্কা:
নিসাঙ্কা, কুশল মেন্ডিস, পেরেরা, আভিষকা, আসালাঙ্কা (অধিনায়ক), শানাকা, করুণারত্নে/ভেল্লালাগে, ভ্যান্ডারসে, থিকশানা, থুসারা, বিনুরা ফার্নান্দো।
Discussion about this post