মিশন ইমপসিবল। বড় টার্গেট সামনে। তারপরও লড়লেন সাকিব আল হাসান। অন্যরা তেমন কিছুই করতে পারলেন না। তাইতো সেই একই ফল। আরেকটি হার বাংলাদেশ ক্রিকেট দলের। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় জরুরী ছিল টাইগারদের। কিন্তু সমীকরণ মিলল না।
প্রতিপক্ষের দেওয়া ২০৮ রান সামনে রেখে খেলতে নেমে ক্রাইস্টচার্চে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তুলল বাংলাদেশ। ৪৮ রানে হার। ফাইনাল খেলার আশা শেষ হলেও আরেকটি ম্যাচ বাকি টাইগারদের। নিউজিল্যান্ডে বৃহস্পতিবার শেষ ম্যাচ বাংলাদেশের। যেটিতে প্রতিপক্ষ পাকিস্তান।
এরপরই শুরু হবে বিশ্বকাপের দেশে যাত্রা। অস্ট্রেলিয়ায় মিশন শুরুর আগে বাংলাদেশ খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।
তার আগে স্বস্তির খবর রানে ফিরলেন সাকিব আল হাসান। অধিনায়ক বুধবার খেললেন ৪৪ বলে ৭০ রানের ইনিংস। চারে নামা সাকিবকে কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি মিডল অর্ডারে। বড় সংগ্রহের জবাবে নেমে যেমন জুটি হওয়া দরকার তা হয়নি।
লিটন দাস ও সৌম্য সরকার সমান ২৩ রান করেন। টানা তৃতীয় জয়ের ম্যাচে অ্যাডাম মিলনে সর্বোচ্চ তিন উইকেট তুলে নিয়েছেন। দুটি করে উইকেট পান টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল। ২৪ বলে ৬০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।
এর আগে ডেভন কনওয়ে ৩ ছক্কা ও ৫ চারে ৬৪ রানের ইনিংসের পর গ্লেন ফিলিপস ব্যাটে ঝড় তুলেন। ৫ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৬০ রান আসে তার ব্যাটে। তাতে ৫ উইকেটে ২০৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ দল। ১ ছক্কা ও ৮ চারে ৪৪ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব।
ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিউজিল্যান্ডের। তিন ম্যাচে ৪ পয়েন্ট পাকিস্তানের ও বাংলাদেশ সমান খেলে কোনও পায়নি পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২০৮/৫ (অ্যালেন ৩২, কনওয়ে ৬৪, গাপটিল ৩৪, ফিলিপস ৬০, চ্যাপম্যান ২, নিশাম ৬*, ব্রেসওয়েল ০*; সাইফ ৪-০-৩৭-২, শরিফুল ৪-০-৪১-১, ইবাদত ৪-০-৪০-২, সাকিব ৪-০-৪০-০, সৌম্য ২-০-২১-০, মোসাদ্দেক ২-০-২৪-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৬০/৭ (শান্ত ১১, লিটন ২৩, সৌম্য ২৩, সাকিব ৭০, আফিফ ৪, সোহান ২, ইয়াসির ৬, মোসাদ্দেক ৯*, সাইফ ৩*; বোল্ট ৪-০-২২-০, সাউদি ৪-০-৩৬-২, মিল্ন ৪-০-২৪-৩, ব্রেসওয়েল ৪-০-৩৯-২, সোধি ৪-০-৩৩-০)
ফল: নিউজিল্যান্ড ৪৮ রানে জয়ী
Discussion about this post