বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নাটকীয়তা বাড়ছে। মঙ্গলবার রাতেই গুঞ্জন উঠেছিল-১৫টি ক্লাব নির্বাচন বয়কট করতে পারে। সেই গুঞ্জন আরও প্রবল হয়ে ওঠে বুধবার সকালে, যখন সাবেক অধিনায়ক তামিম ইকবাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। তামিম নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। শুধু তিনি নন, আরও প্রায় ১৪ জন হেভিওয়েট প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ সকাল সোয়া ১০টার দিকে বিসিবি কার্যালয়ে পৌঁছান তামিম ইকবাল। দিনটি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের সময়সীমা এবং দুপুর ২টায় প্রকাশ হওয়ার কথা ছিল চূড়ান্ত তালিকা। তাই তামিমের উপস্থিতি নিয়েই তখন শুরু হয় জল্পনা। একটু পরেই তা নিশ্চিত হয়-আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না দেশের অন্যতম সফল ওপেনার।
তামিমের পাশাপাশি প্রার্থিতা প্রত্যাহার করেছেন ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, মির হেলাল, সিরাজউদ্দিন আলমগীর, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির রুবেলসহ আরও অনেকে। ফলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫ জনে।
ইসরাফিল খসরু সংবাদমাধ্যমকে বলেন, ‘বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনো পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না। সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে। আপাতত এটুুকুই বলতে পারি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব আমরা।’
ইন্দিরা রোড ক্লাবের প্রতিনিধি রফিকুল ইসলামও প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করেছেন, ‘দেখুন, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চেয়েছিলাম। ২০০৫ সালে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখেছিলাম। আমরা তেমন একটা নির্বাচন চেয়েছিলাম। সমঝোতার কথাটা হাওয়ায় উড়ে বেরিয়েছে, কোনো সঠিক তথ্য ছিল না।’
এই সরে দাঁড়ানোর ঘটনায় বিসিবি নির্বাচনের চিত্র একেবারেই বদলে গেছে। হেভিওয়েট প্রার্থীদের অনুপস্থিতিতে নির্বাচনী লড়াই অনেকটাই একপেশে হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আর এ নিয়েই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা-বিসিবির নির্বাচন কি আসলেই প্রতিদ্বন্দ্বিতামূলক, নাকি রাজনৈতিক প্রভাবের কাছে আবারও নত হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিষ্ঠান?
যে ১৫ জন সরে গেলেন নির্বাচন থেকে
তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, মীর হেলাল (ক্যাটাগরি ১), মাসুদুজ্জামান, সিরাজউদ্দিন আলমগীর (ক্যাটাগরি ৩), আসিফ রব্বানী, মীর্জা ইয়াসির আব্বাস, সাব্বির রুবেল, সাইফুল ইসলাম শপু, নাজমুস সাকিব, ওমর শরীফ মোহাম্মদ ইমরান ও ফাহিম সিনহা।
Discussion about this post