ইংল্যান্ড সফরের জন্য ২১ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়ার পর এই সুখবর শুনলেন তিনি। যদিও সফরে যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে তার। জানা গেছে ঈদের পর চোখের পরীক্ষা হবে তার। তখন যদি চোখের উন্নতি না হয় তবে উন্নত চিকিৎসার জন্য যেতে হবে ব্যাংকক। সেটা হলে ইংল্যান্ডে যাওয়া হবে না।
শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের বাংলাদেশ দলে ছিলেন মোসাদ্দেক। কিন্তু শেষ পর্যন্ত মুমিনুল হককে জায়গা দিতেই কাটা পড়ে তার নাম। তবে চোখের অসুস্থতাও বাদ পড়ার পেছনে ছিল অন্যতম কারণ।
৫ সেপেটেম্বর ইংল্যান্ড যাচ্ছে বিসিবি এইচপি দল। সফরে দেশটির বিভিন্ন ক্লাবের সঙ্গে ৮টি ওয়ানডে খেলবেন তারা। আর নেতৃত্ব থাকবেন নাজমুল হাসান শান্ত। সেই দলে ডাক পেয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার আবু হায়দার রনি। আছেন শুভাশিষ রায় ও সাইফ উদ্দিনের মতো ক্রিকেটারও।
এইচপি দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, তানভীর হায়দার (সহ-অধিনায়ক), ইরফান শুকুর, ইয়াসির চৌধুরী, সাইফ উদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন চৌধুরী, ইমরান আলি ইমন, সৈয়দ খালিদ হোসেন ও শুভাশিষ রায়।
স্ট্যান্ডবাই-
মেহেদী হাসান সিদ্দিক, আজমির আহমেদ, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহী, নিহাদ-উজ-জামান।
Discussion about this post