রাজধানী ঢাকার উত্তরায় ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য শোক ও সহানুভূতি বয়ে যাচ্ছে দেশের সর্বস্তরের মানুষদের মাঝে। আগুনের লেলিহান শিখা আর আতঙ্কিত কান্নার মাঝে একটি বাক্য যেন সারা দেশের আবেগকে সংহত করল- ‘ওরা আমাদের বাচ্চা।’
এই মানবিক আহ্বান এসেছে দেশের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল-এর কাছ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম তার প্রতিক্রিয়ায় লেখেন-
‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।’
‘আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে।’
‘ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’
তামিমের পাশাপাশি জাতীয় দলের আরও অনেক ক্রিকেটারও এই মর্মান্তিক ঘটনার প্রতি তাদের শোক ও সহানুভূতি জানিয়েছেন।
মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম, আকবর আলী –প্রত্যেকেই সামাজিক মাধ্যমে নিজেদের গভীর শোক ও প্রার্থনা প্রকাশ করেছেন।
Discussion about this post