ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
দীর্ঘ এক সফরের আগে প্রস্তুতিটা মন্দ হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। বৃহস্পতিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই নিজেদের মেলে ধরেছে টাইগার ব্যাটসম্যানরা। লাল বলে রান পেয়েছেন সিনিয়র ব্যাটসম্যানরা। অ্যান্টিগার ক্লোলিজ ক্রিকেট গ্রাউন্ডে উইন্ডিজ বোর্ড একাদশের বিপক্ষে তামিম ১২৫ রান করে যান অবসরে।
একইভাবে মাহমুদউল্লাহ রিয়াদ ১০২ রান করে অনুসরন করেন তামিমকে। এই দুই শতরানে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ করেছে ৪০২ রান। ম্যাচে কম যাননি সাকিব আল হাসানও। দশ মাস পর লাল বলে খেলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।
১৭ চার ও ৪ ছয়ে ১৬৫ বলে ১২৫ রান করে তামিম অবসরে যান। মাহমুদউল্লাহ ১৬ চার ও ১ ছয়ে করেন ১১১ বলে ১০২ রান। তামিম ও মাহমুদউল্লাহ পঞ্চম উইকেটে ১৪৫ বলে ১৫৫ রানের জুটি গড়েন।
এই প্রস্তুতি ম্যাচ শেষে ৪ জুলাই শুরু আসল লড়াই। এদিন থেকে অ্যান্টিগায় ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট। ১২ জুলাই থেকে জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২২ জুলাই। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ জুলাই। ৩১ জুলাই সেন্ট কিটসের সিরিজের প্রথম টি-টুয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যথাক্রমে ৪ আর ৫ আগস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৮৪.২ ওভারে ৪০৮ (তামিম ১২৫ (স্বেচ্ছাবসর), লিটন ২, মুমিনুল ৭, শান্ত ৪, সাকিব ৬৭, মাহমুদউল্লাহ ১০২ (স্বেচ্ছাবসর), সোহান ১, মিরাজ ২৮, ইমরুল ৪০, তাইজুল ৯*, রাব্বি ০; জোসেফ ৪/৫৩, শেফার্ড ১/৬৭, হার্ডিং ১/৯২, স্মিথ ০/৮০, মোটি-কানহাই ১/৬৯, ক্যাম্পবেল ১/৩৮)
Discussion about this post